এই জন্য কীবোর্ড সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ যেমন কিবোর্ড কি? কিবোর্ড কিভাবে ব্যবহৃত হয় আর কিবোর্ডের কতগুলি অংশ রয়েছে ইত্যাদি
যদি আপনাদের কম্পিউটার সম্পর্কে সামান্য জ্ঞান থেকে থাকে তাহলে কিবোর্ড সম্পর্কেও প্রাথমিক জ্ঞান থেকে থাকবে
তবে আজকের এই আর্টিকেলটির উদ্দেশ্য হলো আপনাদেরকে কম্পিউটার কিবোর্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা যাতে আপনাদের কিবোর্ড সম্বন্ধিত যত ধরনের প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যান
What Is Computer Keyboard Meaning In Bengali
একটি জিনিস আপনাদের জেনে রাখতে হবে কম্পিউটার তিনটি গুরুত্বপূর্ণ স্টেপ এর মাধ্যমে কার্য সম্পন্ন করে প্রথম Input Data, দ্বিতীয় Processing আর তৃতীয় Output Data কিবোর্ড কে কম্পিউটারে Input Data এর জন্য ব্যবহার করা হয় এইজন্য কিবোর্ড কে একটি Input Device ও বলা হয়
কিবোর্ড কে মূলত কম্পিউটারের লেখা আর নির্দেশ (Command) দেওয়ার জন্য ব্যবহার করা হয়
Input Data অর্থাৎ আমাদের কথাকে কম্পিউটার পর্যন্ত পৌঁছানোর জন্য কীবোর্ড এর সাথে সাথে অন্য Input Device Mouse ও ব্যবহার করি
কখনো কখনো Mouse খারাপ হয়ে গেলে কিবোর্ড কে আমরা Mouse হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু কিবোর্ড কে Mouse এর মত ব্যবহার করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার
যখন আপনারা কোন Input Device এর মাধ্যমে কম্পিউটারে কোন Command বা নির্দেশ দেন তখন সেই Command Machine Coding Language এ রূপান্তরিত হয় যাতে CPU (Central Processing Unit) আপনার দ্বারা প্রদত্ত Command কে সহজে বুঝতে পারে আর আপনার জন্য একটি সঠিক Output Deliver করতে পারে
কিবোর্ডকে কম্পিউটারে কিভাবে কানেক্ট করব
কিবোর্ড কে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য সাধারণত PS/2 Port, USB Port আর Wireless Technology এর ব্যবহার করা হয় কিন্তু Input Device কে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য PS/2 Port এর ব্যবহার আগের তুলনায় অনেক কম হয়ে গেছে
বর্তমানে USB Port আর Wireless Technology শুধুমাত্র এই দুটি Connectivity Features বেশি ব্যবহৃত হচ্ছে এই দুটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করা PS/2 এর তুলনায় সহজ
কানেক্ট করার জন্য কীবোর্ড এর তারে USB Port কে CPU এর পিছনের অংশে থাকা USB Connector Port এ প্রবেশ করান আর Wireless কিবোর্ড কে কানেক্ট করার জন্য আপনার কম্পিউটার কিবোর্ডের Wi-fi Connection কে পরস্পরের সাথে pair করতে হবে
Types of Computer Keyboard In Bangla
কিবোর্ডের Layout এবং বিন্যাসের ওপর ভিত্তি করে এটিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে কিবোর্ডের তৈরি Keys গুলির বিশেষ ধরনের বিন্যাসকে Layout বলা হয়
এটিতে তৈরি Keys এর বিভিন্ন ধরনের ডিজাইন কিবোর্ড কে বিভিন্ন ভাগে বিভক্ত করে
Region আর Language এর অনুসারে কিবোর্ড কে Manufacturing করা হয় কিন্তু মূলত কম্পিউটার কিবোর্ড তিন প্রকারের হয়
- ১. Qwerty
- ২. Azerty
- ৩. Dvorak
১. Qwerty কিবোর্ড
এই ধরনের কম্পিউটার কিবোর্ড এর Layout সবথেকে বেশি জনপ্রিয় আর পুরো পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত কিবোর্ড
আপনারা যদি এই জাতীয় কীবোর্ডের কীগুলো ঘনিষ্ঠভাবে দেখেন তবে Alpha-bates এর জন্য বানানো কীগুলির মধ্যে প্রথম ৬ টি কীগুলি এই ধরণের কীবোর্ডের নাম (QWERTY) উপস্থাপন করে।
বর্তমানে আধুনিক কম্পিউটার গুলিতে সর্বাধিক এই ধরনের কিবোর্ড ব্যবহৃত হয় এই ধরনের কিবোর্ড গুলির এতটাই প্রচলন রয়েছে যে মানুষেরা মনে করে যে কিবোর্ড শুধুমাত্র এই ধরনের হয় কিন্তু এটা সঠিক নয় স্মার্টফোনে QWERTY কিবোর্ড ব্যবহৃত হয়
২. Azerty কিবোর্ড
এটি Qwerty কিবোর্ড এর অন্য একটি version এই ধরনের কিবোর্ড এর ব্যবহার সবথেকে বেশি ফ্রান্স আর ইউরোপের অনেক জায়গায় ব্যবহৃত হয়
Azerty কিবোর্ড Alphabets এর জন্য তৈরি করা হয়েছে এই কিবোর্ডেও প্রথম ৬ টি কীতে AZERTY লেখা থাকে
QWERTY কিবোর্ডে প্রথম দুটি কীতে Q আর W থাকে আর AZERTY কিবোর্ডে প্রথম দু’টি কীতে A আর Z থাকে
এগুলি ছাড়াও, QWERTY কিবোর্ডের M কীটি মাঝের Row তে ডান দিকের শেষে এবং AZERTY কিবোর্ডে M কীটি শেষ Row তে ডান দিকের শেষ থাকে।
৩. Dvorak কিবোর্ড
এই ধরনের কিবোর্ড কে সাধারণত Fast Typing Speed এর জন্য ডিজাইন করা হয়েছে এর মাধ্যমে আপনারা QWERTY আর AZERTY কিবোর্ডের থেকে দ্রুত টাইপিং করতে পারবেন
এই কিবোর্ডের নামকরণ করা হয়েছে এর ডিজাইনার Dr. August Dvorak এর নাম অনুসারে এটির Home Row তে সর্বাধিক ব্যবহৃত অক্ষরগুলি রাখা হয়েছে
Qwerty কিবোর্ডে টাইপিং কীগুলির প্রায় ৫৬% বাম দিকে থাকে আর Dvorak কিবোর্ডে ৫৬% টাইপিং কীগুলি ডান দিকে দেওয়া থাকে
কম্পিউটার কিবোর্ড এর Buttons এর তথ্য
কিবোর্ড এর অভ্যন্তরে আপনারা বিভিন্ন Buttons দেখতে পাবেন যেমন Alphabets Letters, Numbers, Symbols আর কিছু Special Command Buttons ইত্যাদি প্রতিটি আলাদা আলাদা কার্য সম্পন্ন করে
এই জন্য কম্পিউটার কিবোর্ড এর মাধ্যমে যেকোনো কাজকে ভালোভাবে আর তাড়াতাড়ি করার জন্য আপনাদের এই সমস্ত কী (Keys/Buttons) এর সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে
কিছু কিবোর্ডে ডিজাইনিং এর মাধ্যমে কিছু Special Keys কে যুক্ত করা হয় যেগুলো আপনার কাজকে Shortcuts পদ্ধতিতে করার জন্য সাহায্য করে কিন্তু সমস্ত কিবোর্ডে Alphanumeric Keys একই থাকে
একটি সাধারণ কম্পিউটার কিবোর্ড এর মধ্যে মোট ১০৪ টি Buttons থাকে চলুন তাহলে কম্পিউটারে উপস্থিত সমস্ত Buttons সম্পর্কে ভালোভাবে জেনে নিই
Alphanumeric বা Typing Buttons
কিবোর্ড যেভাবেই ডিজাইন করা হোক না কেন Alphanumeric Buttons সমস্ত ধরনের কিবোর্ডে একই রকমের হয় Alphanumeric Buttons এর অর্থ হলো Letters (A,B,C) আর Numbers (1,2,3)
অর্থাৎ Alphanumeric Buttons এরমধ্যে কিবোর্ডের শুধু মাত্র দুটি ক্যাটাগরি রয়েছে একটি হল যেটির মাধ্যমে আপনারা কোন বাক্য লিখেন আর অন্যটি হলো যেটির সাহায্যে আপনারা কোন value কে যোগ আর বিয়োগ করতে পরিচালনা করেন
যদি আমরা এবার Numbers Keys এর সম্বন্ধে কথা বলি তাহলে এটি কিবোর্ডের দুটি পৃথক অংশে রয়েছে
- প্রথমটি: Letter Keys গুলির ঠিক উপরে
- দ্বিতীয়টি: Letter Keys গুলির ডানদিকে
Letter Keys এর একদম উপরের Numbers Keys গুলি হল double working keys. এগুলি Shift এর সাথে আর Shift ছাড়া উভয়ভাবে কাজ করে
যদি আপনারা এগুলিকে Shift Key এর সাথে press করেন তাহলে সেই কী (Key) গুলির উপরে যে নাম্বারটি থাকে সেটি টাইপ হয়ে যায় আর যদি আপনারা Shift Key ছাড়া সেই কী গুলি press করেন তাহলে সেই কী এর ওপরে থাকা Symbol টি টাইপ হয়ে যায়
Punctuation Buttons
কিবোর্ডে যে কী গুলি press করার পর Punctuation Marks টাইপ হয় তাদের Punctuation Buttons বলা হয় উদাহরণস্বরূপ Comma Key, Colon Key, Semi Colon Key, Question Mark Key ইত্যাদি
এই সমস্ত কী গুলি Letters আর Numbers Keys এর মধ্যে থাকে কিবোর্ডে অবস্থিত যে কী গুলি Shift এর সাথে press করলে Double Keys এর মত কাজ করে
Navigation Keys
Navigation কী গুলি Letter Keys আর Number Keys এর মধ্যে কিবোর্ডের নিচের দিকে থাকে এগুলিকে Arrow Keys ও বলা হয় এগুলিতে মোট চারটি buttons রয়েছে
- Up Arrow
- Down Arrow
- Right Arrow
- Left Arrow
এই কী গুলি কম্পিউটার স্ক্রিনে Cursor টিকে এখানে সেখানে সরাতে সাহায্য করে যেভাবে আমরা Mouse দিয়ে Cursor কে নিয়ন্ত্রণ করে
এগুলো ছাড়াও Arrow Keys এর উপরে আরো কিছু Navigation Keys থাকে যেমন Home, End, Delete, Insert, Page Down, Page Up ইত্যাদি
Control Keys আর Command Keys
কম্পিউটার কিবোর্ড এ এমন কিছু Keys থাকে যেগুলোর ব্যবহার অন্য কোন Key এর সাথে কোনো কার্যকে সম্পূর্ণ করতে ব্যবহার করা হয় এই ধরনের কী গুলিকে Control Keys বলা হয় একটি সাধারণ কিবোর্ডে Ctrl Key, Alt Key, Shift Key, Window Key আর Esc Key Control Keys এর অন্তর্গত
আর যদি Command Keys এর কথা বলা হয় তাহলে Menu Key, Enter Key, Backspace Key, Spacebar Key, Scroll Key, Pause Brake Key, PrtScr Key ইত্যাদির ব্যবহার Command Keys এর রূপে করা হয়
Function Keys
কম্পিউটার কিবোর্ড এর উপরের অংশে F1 থেকে F12 পর্যন্ত একই সারিতে তৈরি করা কী গুলি হল Functions Keys এই কী গুলি কম্পিউটারে কোন বিশেষ কাজকে সম্পুর্ন করতে ব্যবহৃত হয়
এই কী গুলি Control Keys এর সংমিশ্রণে বিশেষ কাজ সম্পন্ন করে যদিও কম্পিউটারের প্রতিটি প্রোগ্রামে এই Functions Keys এর আলাদা আলাদা কাজ রয়েছে
Indicator Light Keys
সাধারণত কম্পিউটার কিবোর্ডে তিন ধরনের Indicator Light Keys থাকে Num Lock, Caps Lock, আর Scroll Lock
যখন কিবোর্ড এর মধ্যে Num Lock এর লাইট অন থাকে তখন এর অর্থ হল Numeric Keypad চালু আছে আর যদি ওই লাইট অফ থাকে তাহলে Numeric Keypad কাজ করবে না
Caps Lock এর লাইট যদি অন থাকে তাহলে এই ক্ষেত্রে কিবোর্ডের মাধ্যমে যত Alphabets টাইপ করা হোক না কেন সেগুলো শুধুমাত্র বড় হাতের অক্ষরে (Upper Case) টাইপ হবে আর যদি Caps Lock এর লাইট অফ থাকে তাহলে ছোট হাতের অক্ষরে (Lower Case) টাইপ হবে
Scroll Lock Buttons এর ব্যবহার অনেক আগে করা হতো যখন কম্পিউটারের সাথে Mouse ছিল না কবে আজও এই button টি প্রতিটি কিবোর্ডে দৃশ্যমান তবে যদি আমরা বর্তমানে এই button টির ব্যবহার সম্পর্কে কথা বলি তাহলে এটি খুবই কম ব্যবহৃত হয়
সাধারণত এটি Scrolling নিয়ন্ত্রণ করার জন্য দেওয়া হয় শুধুমাত্র Microsoft Excel এ এই button টির লাইট অন/অফ থাকলেই এটির ব্যবহার করা যেতে পারে