বর্তমানে তুমুল একটি সমালোচনার মধ্যে রয়েছে এন এফ টি। এটি সম্পর্কে হয়তো কমবেশি অনেকেই অনেক কিছু জানেন আবার কেউ কুয়েটি সম্পর্কে বেশ ভালোভাবেই বিস্তারিত জানেন। বর্তমান ডিজিটাল যুগে এন এফ টি নামে ডাকা জিনিসটি দাপিয়ে বেড়ায়।
ডিজিটাল আর্টওয়ার্ক সমূহকে সুরক্ষিত রাখতে অনেকে ব্যবহার করে থাকেন। বিভিন্ন দেশের টাকা অথবা ডলারের পরিবহন যেমন অন্যান্য ডিজিটাল কারেন্সি ও প্রচলিত আছে ঠিক তেমনি আর্টওয়ার্ক গুলোকে সংরক্ষণের জন্য বা অন্যান্য ডিজিটাল তিনি সংরক্ষণের জন্যই এনএফটি ব্যবহার করা হয়।
NFT Meaning In Bengali
NFT এর সম্পূর্ণ রূপ হল “non-fungible token” । এটির মানে বুঝায় নির্দিষ্ট কিছু নতুন প্রপার্টিজ রয়েছে যা কখনো রিপ্লেস বা পরিবর্তন করা সম্ভব হবে না। চলুন উদাহরণ হিসেবে আমরা কিছু এন এফ টি এর বৈশিষ্ট্য দেখে নি:
এটি একটি ডিজিটাল সার্টিফিকেট এর মত। অর্থাৎ আপনার যদি কোন গেমস অথবা অন্যান্য ডিজিটাল কোন প্রোডাক্ট থেকে থাকে সেটাকে এটি পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা দিতে পারবে যাতে অন্য কেউ এটি চুরি করতে না পারে। এন এফ টি একপ্রকার ডিজিটাল আর্ট।
এন এফ টি যেহেতু এক প্রকার ডিজিটাল আর্ট তাই এখানে কোন প্রকার জালিয়াতি করার সিস্টেম থাকে না।
এটি দিয়ে অনেক কিছু বেচাকেনা করা যায় অনেকটা ডলার কারেন্সি এর মত। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।
খুব অল্প পরিমাণ আইটেম থাকে যেগুলো মিলিয়ন মিলিয়ন ডলার বিক্রয় করা হয়ে থাকে। কিছুদিন আগেও একটি বানরের সাধারণ একটি ছবি মিলিয়ন এর উপরে ডলার বিক্রয় করা হয়েছে।
NFT এর কাজ করার ধরন
এন এফ টি সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি এবার আমরা জেনে নিব এটি কিভাবে কাজ করে? এটিতে লেনদেনের ক্ষেত্রে ব্লকচেইন পদ্ধতি ব্যবহার করে থাকে যা পাবলিকের একটি রেকর্ড রেখে দেয়। এটি কাজ করে থাকে লেজার রেকর্ডের মতো।
এর মার্কেটে বেশ জনপ্রিয়তা রয়েছে। এবং প্রতিনিয়ত এই জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে চার কারণে আর্ট কেনাবেচার জন্য ব্যবহৃত হচ্ছে এন এফ টি। যখন কেউ আর টি কিনে নেয় তখন এর মালিকানা পরিবর্তনের সময় এনএফ টির মালিকানা পরিবর্তন করা সম্ভব.
এটিতে কিছুই ডাটা প্রপার্টিজ রয়েছে যা সহজে বের করা সম্ভব হয়না হাইলি সিকিউরড ভাবে থাকে। কিন্তু যখন এর মালিকানা পরিবর্তন করা হয় তখন এটিকে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে পরিবর্তন করা যায়।
এন এফ টি কি কি কাজে ব্যবহার করা হয়
আর্ট সংরক্ষণেভিডিও সংরক্ষণেগান সংরক্ষণেভিডিও গেম সংরক্ষণেখেলাধুলার হাইলাইট রক্ষণেভার্চুয়াল এভাটার গুলো সংরক্ষণেইত্যাদি এসকল কাছে এর প্রচুর ব্যবহার রয়েছে। এছাড়া আরো অনেক ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয় তবে সেগুলোর প্রসেস অনেক বড় হয়ে থাকে।
এন এফ টি এর জনপ্রিয়তার কারণ -
সর্বপ্রথম এটি 2015 সালে বাজারে আসে কিন্তু তখন তেমন একটা জনপ্রিয়তা পায়নি। কিন্তু বর্তমানে এটিই জনপ্রিয়তা পেয়েছে । কারণ হিসাবে বলা যায় এটি ব্লকচেইন পদ্ধতি ব্যবহার করে থাকে। সব ভালো ভালো কমেন্ট গুলো সঠিকভাবে জমা রাখতে হবে বা ইনভেস্টমেন্ট হিসাবে রাখতে এন এফ টি কে ব্যবহার করা হয়। এসবের কারণে পূর্বের তুলনায় এর ব্যবহার দিন দিন বাড়ছে যার দরুন এটি জনপ্রিয়তার আরো অনেক বৃদ্ধি পাচ্ছে।
করেন আপনি একটি ডিজিটাল কনটেন্ট কিনলেন এবং সেটির মালিকানা আপনাকে দেয়া হলো। এখন এটিকে সঠিকভাবে সংরক্ষণের জন্য কোন এন এফ টি ব্যবহার করা হবে আপনার এই ডিজিটাল কনটেন্ট যাতে অন্য কারো মালিকানা দাবি করতে না পারে তাই ব্যবহার করা হয়। এনএফটি নামের এই ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে অথেনটিসিটি বা কোনো অ্যাসেট এর সত্যতা।